গিরীশ গৈরিক-এর

‘মা : আদিপর্ব’

noname
একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে গিরীশ গৈরিক-এর কবিতার বই ‌‌'মা : আদিপর্ব।' বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা (স্টল নং ২৭৬)। প্রচ্ছদ ও অলংকরণ : সমর মজুমদার। মূল্য : ২০০ টাকা।

গিরীশ গৈরিক মাকে নিয়ে চার পর্বের ষোলটি কাণ্ডে চার’শতাধিক কবিতা লিখেছেন। প্রতিটি কাণ্ডে ২৫টি করে কবিতা আছে। ‘মা : আদিপর্ব’ কাব্যগ্রন্থটি চারটি পর্বের প্রথম পর্ব এবং এ পর্বের চারটি কাণ্ডের (বৃক্ষকাণ্ড, অশ্রুকাণ্ড, স্তনকাণ্ড ও নদীকাণ্ড) মাঝে ১০০টি কবিতা আছে। ১১২ পৃষ্ঠার এ বইটি উৎসর্গ করা হয়েছে কথাশিল্পী সেলিনা হোসেনকে।
গিরীশ গৈরিক কবিতার পাশাপাশি কাব্যবিষয়ক প্রবন্ধ ও কবিতা অনুবাদ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ক্ষুধার্ত ধানের নামতা’ (২০১৬)।