শাওনের সাক্ষাৎকারে হুমায়ূনের জীবনী

nonameমেহের আফরোজ শাওনের সাক্ষাৎকার নিয়ে হুমায়ূন আহমেদের জীবনী লিখেছেন শোয়েব সর্বনাম। সাক্ষাৎকারভিত্তিক এই জীবনীগ্রন্থ হুমায়ূন আহমেদের জানা-অজানা অনেক বিষয় নিয়ে সাজানো হয়েছে। ২০১৮ সালের বইমেলায় বইটি প্রকাশিত হবে।  

মেহের আফরোজ শাওন বলেন, লেখকের সঙ্গে হুমায়ূন আহমেদের অনেক অজানা কাহিনি নিয়ে খোলামেলা আলাপ হয়েছে।

শোয়েব সর্বনাম বলেন ‘হুমায়ূনের জীবনে প্রেম, সম্পর্ক ও অনেক আলোচিত বিষয় নিয়ে খোলাখুলি আলাপ করেছেন শাওন, যা পাঠকদের আগ্রহের খোরাক জোগাবে।’

মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রকে হুমায়ূনের ‘জীবনী নির্ভর’ বলা হলেও বিতর্ক অনেকটাই অমীমাংসিত রয়ে গেছে। ‘এটি হুমায়ূনের বায়োপিক, এর মধ্যে হুমায়ূনকে ছোট করা হয়েছে’ বলে দাবি করে শাওন ছবিটি বন্ধের দাবিও জানিয়েছিলেন। পরে কিছুটা সেন্সর করে মুক্তি পায়। ছবিটি মুক্তির মাস দুয়েকের মধ্যেই হুমায়ূনের ‘অজানা অধ্যায়’ নিয়ে বই প্রকাশের খবর এলো।