মানিক মোহাম্মদ রাজ্জাকের সাতটি বই

noname

একুশে বইমেলায় মানিক মোহাম্মদ রাজ্জাকের ৭টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো— জনকের প্রতিবাদী জীবন কিছু কথা কিছু ঘটনা ( কথা প্রকাশ প্যাভিলিয়ন : ৫); ১৯৭১ বিদেশি গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ (শ্রাবণ, স্টল নং : ২২৩-২২৫); রেলওয়েতে মুক্তিযুদ্ধ ও গণহত্যা (নালন্দা, প্যাভিলিয়ন : ১); পাকিস্তান পাপাচারের বিষবৃক্ষ (আদর্শ, স্টল নং : ৩২৬-৩২৮); শত কবিতা (কথা প্রকাশ, প্যাভেলিয়ন : ৫); ঘুমকে ঘুমাতে দাও (কবি, স্টল নং : ৬৪৪-৬৪৫); এবং সম্পাদিত গ্রন্থ : নজরুল আবৃত্তির কবিতা ( নজরুল ইন্সটিটিউট, বাংলা একাডেমি চত্বর)।