‘দূরে আছো দূরত্বে নয়’

nonameদীর্ঘ বিরতির পর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রূপম রোহানের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'দূরে আছো দূরত্বে নয়'। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।

দীর্ঘ বিরতির কারণ সম্পর্কে রূপম বলেন, হ্যাঁ, প্রথম বই থেকে দ্বিতীয় বইয়ের মধ্যে অনেক গ্যাপ আছে। এটা নিষ্ক্রিয়তার কারণে নয়। আমি সবসময়ই লিখেছি, নিরীক্ষা করেছি। তারই চূড়ান্ত রূপ পাবেন এই বইতে।

রূপম রোহানের কবিতা সম্পর্কে গাজী লতিফ বলেন, রূপম ক্ল্যাসিক ধারার কবি। তিনি ছন্দে মনোযোগী এবং পারদর্শী। একালে তরুণ কবিদের মধ্যে যেটা প্রায় বিরল। তবে তার কবিতার মর্মে রয়েছে আধুনিক চেতনা।

বইটি পাওয়া যাবে বইমেলার ৪৫২-৫৩ নং স্টলে।