মেহেদী শামীমের ‘তল্পিতল্পার গল্প’

noname
একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মেহেদী শামীমের গল্পের বই ‘তল্পিতল্পার গল্প’। প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী। এই বইয়ে আটটি ছোটগল্প রয়েছে। প্রচ্ছদ করেছেন নাজমুল শামীম। মূল্য ১৮০ টাকা।

গল্প প্রসঙ্গে মেহেদী শামীম বলেন, ‘কখনো ভালো থাকার নেশায় বুঁদ হওয়া একটা মানুষের গল্প লেখা হয়েছে বইটিতে। আবার কখনো গল্পের মানুষগুলোর মধ্যে টানাপোড়েন চলেছে ক্ষমতায় থাকার অথবা সুখে থাকা নিয়ে। কোন কোন গল্প অমিমাংসিত, তবে পাঠকের কাছে থাকবে অনেক অপশন; তারা তাদের মতো করে নির্মাণ করতে পারবে পরিণয়।’

২০১৪ সালে মেহেদী শামীমের কবিতার বই ‘বোধের ব্রেকিং নিউজ’ ত্রয়ী প্রকাশনী থেকে প্রকাশিত হয়। পরের বছর ২০১৫ সালে তার সম্পাদিত রাজনৈতিক উপন্যাস  ‘চলচ্চিত্রের নাম বাংলাদেশ’ প্রকাশিত হয় ত্রয়ী প্রকাশনী থেকেই।

মেহেদী শামীম একটি বেসরকারি রেডিওর সিনিয়র ক্রিয়েটিভ প্রডিউসার ও কোঅর্ডিনেট হিসেবে কর্মরত।