মলাট খুলে ‘মানুষ তোমার দিকে’

noname২০১৯ বইমেলা উপলক্ষে আহমেদ বাসারের কাব্যগ্রন্থ ‘মানুষ তোমার দিকে’ অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি থেকে কয়েকটি কবিতা প্রকাশ করা হলো।

বৃষ্টি অথবা তোমার চোখ

আজ বৃষ্টির প্রতিটি ফোঁটা তোমার চোখের মতো

আমার দিকে তাকিয়ে ছিল

চোখ ফেরাতে গিয়েও বহুবার লেগে গেছে চোখ

দেখেছি কতটা অম্ল আর কতটা মধু মেশানো

সেই চাহনির রসায়নে

কিছুটা তির্যক আর কিছুটা সরল বিন্দু বিন্দু জল

কখনো গরল কখনোবা হয়ে ওঠে খল

দমকা হাওয়ায় ভর করে কতদূর থেকে

উড়ে আসে জলাতুর ভাষার স্ফটিক

অভিমানী পাতাদের নুয়ে পড়া দেখে দেখে

বুকের ভেতর জ্বলে ওঠা অনুভূতি ওমে

মোমের মতো গলছিল সব কথার শরীর...

 

সূর্যহত্যার মহড়া

সূর্যহত্যার মহড়া দিতে দিতে যারা দিগন্তের দিকে

ধেয়ে গিয়েছিল তাদের পোড়া কঙ্কাল আজ

উদ্গীরিত সূর্যের দহন অভিলাসী

 

উদ্ধত যে হাত অতিকায় কুড়ালে ক্ষিপ্ত

আঙুল চেপে নেচেছিল দ্বিধায়

প্রার্থনার কোনো এক নম্র ভঙ্গিমায়

এখন সে নতজানু—অভিশপ্ত।

 

যে চোখ ঈর্ষার ফুটন্ত কড়াইয়ে ছিল টগবগে জল

রগচটা বাষ্প যার দুরন্ত মেঘের সহচর

এখন সে রোদ-ভিক্ষুক বর্ধিত রাতের অনল

বহমান অশ্রু তটিনীর পাড়েই বেঁধেছে ঘর...

 

চুম্বন

তোমার একটি চুম্বন আমি খরিদ করি

একটি শহরের অধিক মূল্যে

গোলাপের বাড়িয়ে দেয়া সহস্র ঠোঁট হেলায় ফিরিয়ে

তোমার বন্ধ দরজায় কড়া নাড়ি

মোহিনী, বাড়ি আছো ?

সাড়া নেই—তবু দাঁড়িয়ে থাকি দ্বিধাহীন

অবিরাম যন্ত্রধ্বনি বেজে চলে কলোনিতে

বুকের ভেতর পুষে রাখা একটি বিড়াল

কেবল তোমার আদিনাম ধরে ডাকছে ভীষণ

কাঠের পুরুষ্টু দরজার ছিটকিনি খুলে

উর্বরা শরীরে ঢেউ তুলে আপাদমস্তক

তুমি কি রক্তাভ দুটি ঠোঁট

উষ্ণ হাতের মতো বাড়িয়ে লুফে নেবে ধীর

অন্তহীন বিষমাখা আমার শরীর?