বিধান রিবেরুর নতুন বই ‘চলচ্চিত্র বোধিনী’

noname
এ বছর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিধান রিবেরুর প্রবন্ধের বই ‘চলচ্চিত্র বোধিনী’। বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ । এটি লেখকের চলচ্চিত্র বিষয়ক ষষ্ঠ গ্রন্থ।

বইতে তিনটি অধ্যায়ে রয়েছে মোট দশটি প্রবন্ধ। প্রথম অধ্যায়ে রয়েছে জাতীয় চলচ্চিত্রের ধারণা এবং এর আলোকে ঢালিউড, বলিউড ও হলিউডকে নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক তাত্ত্বিক ও ইতিহাস নির্ভর প্রবন্ধ। তৃতীয় অধ্যায়ে রয়েছে চলচ্চিত্র আন্দোলন ও পর্নোগ্রাফির ইশতেহার নিয়ে আলোচনা।

বাংলা একাডেমির বিপরীত দিকে সোহরাওয়ার্দী উদ্যানে কথা প্রকাশের ১৫ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

‘চলচ্চিত্র বোধিনী’ ছাড়াও ‘চলচ্চিত্র পাঠ সহায়িকা’, ‘চলচ্চিত্র বিচার’, ‘বলিউড বাহাস’, ‘বাংলাদেশে/র চলচ্চিত্র’ ও ‘উসমান সেমবেনের চলচ্চিত্র হালা’ বিধান রিবেরুর উল্লেখযোগ্য গ্রন্থ।