বাশার খানের ‘একাত্তরের ঈদ’

noname
১৯৭১। মুক্তিযুদ্ধ চলছে। বর্ষপঞ্জির স্বাভাবিক নিয়মে সে বছরও ঈদ এসেছিল যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে। বাঙালি মুসলমানের ইতিহাসে একমাত্র অনাকাঙ্খিত ও কষ্টের ঈদ ছিল সে বছরের ২০ নভেম্বরের ঈদ। সেই ঈদের নানা ঘটনবলী নিয়ে প্রকাশিত হয়েছে বাশার খানের ‘একাত্তরের ঈদ’গ্রন্থ।

বিভিন্ন অধ্যায়ে যুক্ত করা একাত্তরের ঈদ পালনের দুর্লভ ছবি এবং তখনকার পত্র-পত্রিকার প্রতিবেদন গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে গ্রন্থটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন, স্টল নং ৩৩১, সোহরাওয়ার্দী উদ্যান, পৃষ্ঠা সংখ্যা : ১০৫, মূল্য : ২০০ টাকা।