বইমেলায় মাসুম আওয়ালের গল্প ও ছড়ার বই

noname
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাসুম আওয়ালর দুইটি বই। এর মধ্যে একটি শিশুতোষ গল্পের বই—আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি। অন্যটি ছড়ার বই—টই টই হই চই

আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। অলঙ্করণ করেছেন আশফাকুল আশেকীন। পাঁচটি গল্প রয়েছে বইটিতে। প্রকাশ করেছে অর্জন প্রকাশন। দাম রাখা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাচ্ছে প্রকাশনীর ৫৫৭ নম্বর স্টলে।

ছড়ার বই টই টই হই চই-এর প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ছড়ার পাশে রঙিন ছবি একেছেন অরুপ মণ্ডল। পার্ল পাবিলিকেশন্সের ২৩ নম্বার প্যাভিলিওনে পাওয়া যাচ্ছে  বইটি। দাম রাখা হয়েছে ১৬০ টাকা।

বই দুটি প্রসঙ্গে মাসুম আওয়াল বলেন, ‘শিশুদের চিন্তা-ভাবনা নির্মল ও সুন্দর। তাদের জন্য লিখতে ভালো লাগে। গল্পের বইটিতে নিছক রূপকথার পরির গল্প বলা হয়নি, এখানে আছে বাস্তবের পরিও। আর ছড়ার বইয়ের ছড়াগুলোও বেশ আদুরে আর মিষ্টি।  দুটি বই-ই ভালো লাগবে শিশুদের। শুধু শিশুদেরই নয়, শিশুমনের বড়দেরও ভালো লাগবে।’