বইমেলায় ওবায়েদ আকাশের নতুন চারটি বই

nonameঅমর একুশে গ্রন্থমেলায় কবি ওবায়েদ আকাশের চারটি নতুন বই পাওয়া যাচ্ছে।  নতুন কবিতার বই সর্বনামের সুখদুঃখ,  কবিতার সংকলন স্বতন্ত্র কবিতা, বিশিষ্ট কবি লেখক বুদ্ধিজীবীর সাক্ষাৎকার সংকলন পাঁচ দশকে বাংলাদেশ : সাহিত্য সংস্কৃতি সমাজ ভাবনা এবং ওবায়েদ আকাশের শ্রেষ্ঠ কবিতা

নতুন কাব্যগ্রন্থ সর্বনামের সুখদুঃখ প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। সর্বনামের সুখদুঃখ ছাড়াও ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে ওবায়েদ আকাশের পূর্বে প্রকাশিত বইগুলোও ইত্যাদির প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

ভাষাচিত্র প্রকাশ করেছে তার নিরীক্ষাধর্মী কবিতার সংকলন স্বতন্ত্র কবিতা। এ যাবত কবিতা লিখতে লিখতে তিনি যেসব কবিতায় অধিক নিরীক্ষা করেছেন, সেগুলোকে একত্রিত করে প্রকাশিত হয়েছে স্বতন্ত্র কবিতা

পাঁচ দশকে বাংলাদেশ : সাহিত্য সংস্কৃতি সমাজভাবনা গ্রন্থটি বিশিষ্ট কবি-লেখকদের সাক্ষাৎকারের সংকলন। এ গ্রন্থে সর্বমোট ১৫টি সাক্ষাৎকার স্থান পেয়েছে। এই ১৫ জন ব্যক্তিত্বের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন সেলিনা হোসেন। শুরু করা হয়েছে কবি শামসুর রাহমানকে দিয়ে। গ্রন্থটি প্রকাশ করেছে অরিত্র প্রকাশনী।

ওবায়েদ আকাশের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়েছে এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। প্রকাশ করেছে অভিযান পাবলিশার্স। বইটি সম্পর্কে ওবায়েদ আকাশ বলেন, ‘শ্রেষ্ঠ কবিতার ধারণায় আমি বিশ্বাসী না হলেও মনে করি, কিছু বাছাই করা কবিতা দিয়ে সংকলন করা যেতেই পারে। তা যে নামেই প্রকাশিত হোক। যদিও আমার কাছে প্রায় সব কবিতাই সমান।’

এই চারটি বই সহ ওবায়েদ আকাশ সম্পাদিত ‘শালুক’-এর দুটি বিশেষ সংখ্যা ‘অন্য ভাষার সাহিত্য পাঠ’ এবং ‘সিকদার আমিনুল হক সংখ্যা’ পাওয়া যাবে বইমেলায় বহেড়াতলার লিটলম্যাগ চত্বরে ‘শালুক’-এর স্টলে।