মেলায় ‘কথাপ্রসঙ্গে যৎসামান্য’

nonameবইমেলায় প্রকাশিত হয়েছে অঞ্জন আচার্যের দ্বিতীয় প্রবন্ধ-গ্রন্থ ‘কথাপ্রসঙ্গে যৎসামান্য’। প্রকাশ করেছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি।

বইটি সম্পর্কে অঞ্জন আচার্য বলেন, ‘আমি মূলত গল্প-কবিতা লিখি। তবে সময়ের প্রয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রবন্ধও লিখতে হয়েছে। দীর্ঘদিন ধরেই নানা বিষয়ের ওপর প্রবন্ধ লিখে আসছি। প্রকৃতপক্ষে, সাহিত্য-বিষয়ক প্রবন্ধগুলো একত্রিত করার তাগিদ অনুভবের মধ্য দিয়েই এই গ্রন্থের প্রকাশ।’

বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। ১৩৬ পৃষ্ঠার এ বইয়ের মূল্য ২৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের অগ্রদূতের ৫৮৮ নং স্টলে।