মেলায় ‘মুক্তিযুদ্ধে দাউদকান্দি’

nonameএকাত্তরের আঞ্চলিক ইতিহাস নিয়ে প্রকাশিত হয়েছে মো. আল-আমিন ও বাশার খানের ‘মুক্তিযুদ্ধে দাউদকান্দি’ গ্রন্থ। মৌখিক তথ্য, বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকার প্রতিবেদন, মুক্তিযুদ্ধকালীন ডায়েরি এবং দুর্লভ ছবির দালিলিক উপাদানে সমৃদ্ধ গ্রন্থটি ৮ টি অধ্যায়ে বিভক্ত। ভূমিকা লিখেছেন প্রখ্যাত ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. সৈয়দ আনোয়ার হোসেন। প্রচ্ছদ মোস্তাফিজ কারিগর। প্রকাশ করেছে দ্যু প্রকাশন।

বইটি পাওয়া যাবে দ্যু প্রকাশনের ৩৩১ নং স্টলে। পৃষ্ঠা সংখ্যা ১৪৬, মূল্য ৩০০ টাকা।