গ্রন্থমেলায় বিধান রিবেরুর দুটি নতুন বই

noname

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিধান রিবেরুর দুটি নতুন বই। একটি

অণুগল্পের সংকলন ‘আফসানা’, অন্যটি দিনলিপির সংকলন ‘সিনেমা সফর’।

‘আফসানা’ কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বইমেলায় কথাপ্রকাশের ৯ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। বইটিতে ৭১টি অণুগল্প রয়েছে। গল্পের বিষয় হিসেবে লেখক প্রধানত বেছে নিয়েছেন সমকালের রাজনৈতিক সংকট ও টানাপোড়েনকে।

‘সিনেমা সফর’ প্রকাশ করেছে স্বরে-অ প্রকাশনী। বইটি পাওয়া যাবে ঐতিহ্যের ১৪ নম্বর প্যাভিলিয়নে। লেখক গতবছর ভারতের পুনেতে অবস্থিত বিখ্যাত ফিল্ম ইন্সটিটিউট এফটিআইআইতে পড়তে যান। সেখানে পাঠকালে তিনি যেসব শিক্ষকের দেখা পেয়েছেন, তাঁদের সম্পর্কে এবং শহরের নানা দর্শনীয় স্থান ও খাবারদাবার নিয়ে লেখা হয়েছে বইটি। লেখক জানিয়েছেন, সচিত্র এই বইয়ে পাঠক সিনেমা ও শহর দুই জায়গাতেই পরিভ্রমণের স্বাদ পাবেন। লেখক আরও বলেন, শিল্পের গুণ হলো তার তারল্য। তাই যখন যে কথা প্রকাশে যে মাধ্যমকে যুৎসই মনে হয়েছে, আমি সেটাকেই গ্রহণ করেছি। যে কথা রাজনৈতিক কলাম লিখে আর হচ্ছিল না, সেগুলো রূপ নিয়েছে গল্পে। আর আর যেসব কথা প্রবন্ধের রূপ পায় না, কিন্তু স্বাদু গদ্য হয়ে ওঠে, তা দিয়েই তৈরি হয়েছে একটি জার্নালের বই।’