বইমেলায় মোস্তফা কামালের ৪টি নতুন বই

noname

অমর একুশে গ্রন্থমেলায় কথাসাহিত্যিক মোস্তফা কামালের ৪টি নতুন বই প্রকাশিত হচ্ছে।

অনন্যা থেকে প্রকাশিত হচ্ছে ৫০টি গল্পের সংকলন ‘প্রিয় পঞ্চাশ গল্প’, জীবন বদলে দেওয়া বই ‘স্বপ্নবাজ’ এবং কিশোর গোয়েন্দা উপন্যাস ‘ফটকুমামার গোয়েন্দাগিরি’। এছাড়া পার্ল পাবলিকেশন্স প্রকাশ করছে উপন্যাস ‘মানবজীবন’।

মোস্তফা কামাল এ পর্যন্ত শতাধিক গল্প লিখেছেন। এর মধ্য থেকে বাছাই করা ৫০টি গল্পের সংকলন ‘প্রিয় পঞ্চাশ গল্প’। তার গল্পে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, ইতিহাস, পারিবারিক টানাপড়েন, মানব মানবীর প্রেম, আর্থ-সামাজিক সংকটসহ নানা বিষয়। বইটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা।

এই দেশে একসময় স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের তিন বছর পর আরেক ধরনের যুদ্ধ নেমে আসে বাঙালির জীবনে। সেই যুদ্ধের নাম দুর্ভিক্ষ। দুটি যুদ্ধই ছিল মানবসৃষ্ট। অনেক রক্তক্ষয় আর প্রাণের বিনিময়ে বিজয় আসে। কিন্তু সেই বিজয়ের সুখ থেকে বঞ্চিত হয় তারা। সেসবের সংগ্রামের দিনলিপি নিয়ে মোস্তফা কামাল লিখেছেন ‘মানবজীবন’ উপন্যাসটি, দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

কিশোরদের জন্য কিশোর গোয়েন্দা কাহিনি নিয়ে লেখা বই ‘ফটকুমামার গোয়েন্দাগিরি’ এবং একই প্রকাশনী থেকে প্রকাশিত ‘স্বপ্নবাজ’-এর দাম রাখা হয়েছে ১৭৫ টাকা।