গ্রন্থমেলায় ‘নদী অঞ্চলের ইতিবৃত্ত’

noname

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জাকারিয়া মন্ডলের তৃতীয় গ্রন্থ ‘নদী অঞ্চলের ইতিবৃত্ত’, প্রকাশ করেছে ‘ঐতিহ্য’, প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

নদী ও নদীপাড়ের জনপদে সরেজমিনের অভিজ্ঞতা বইটির মূল উপজীব্য।

গ্রন্থে উল্লেখিত সব নদীই মেঘনার সঙ্গে সম্পর্কিত। কোনোটি সরাসরি, কোনোটি হয়ত অন্য নদীর সঙ্গে মিশে মেঘনায় মুখ লুকিয়েছে। কোনোটি আবার মেঘনা থেকেই জন্ম নিয়ে জীবন পেয়েছে।

‘নদী অঞ্চলের ইতিবৃত্ত’ গ্রন্থে ১৪টি গল্পে প্রায় চব্বিশটি নদীর ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। এগুলো হলো : বালু, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ধনু, ঘোড়াউত্রা, যাদুকাটা, খোয়াই, সারি-গোয়াইন (লালা খাল), লোভাছড়া, সুরমা, কালনী, মেঘনা, কীর্তনখোলা, সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি, গাবখান চ্যানেল, সন্ধ্যা, কচা ইত্যাদি। এছাড়া বইটিতে সংযুক্ত হয়েছে অনেক আলোকচিত্র। এসব আলোকচিত্র তুলেছেন অনিক খান, অপু দেবনাথ, আবু বকর, খন্দকার হাসিবুজ্জামান, টিটু দাস, রিয়াসাদ সানভীর এবং লেখক নিজে। এছাড়া প্রতিটি লেখার সঙ্গে সম্পৃক্ত হয়েছে অনেক দুর্লভ রেফারেন্স।

গ্রন্থমেলায় ঐতিহ্যের প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।