গ্রন্থমেলায় চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ ‘চলচ্চিত্রনামা’

coloccitronama

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাসুদ পারভেজের চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ-গ্রন্থ ‘চলচ্চিত্রনামা’, প্রকাশ করেছে অক্ষর প্রকাশনী, প্রচ্ছদ করেছেন জয়ন্ত জয়, দাম রাখা হয়েছে ২৫০ টাকা। গ্রন্থমেলায় অক্ষর প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি।  

‘চলচ্চিত্রনামা’ চলচ্চিত্র বিষয়ক মোট তেরোটি প্রবন্ধের সংকলন। প্রবন্ধগুলো ‘ইতিহাস’, ‘ব্যক্তি’ ও ‘চলচ্চিত্র’ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘ইতিহাস’ অংশের তিনটি প্রবন্ধে বাংলাদেশের চলচ্চিত্রের দর্শক, কাহিনি ও কুশীলব নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করা হয়েছে। ‘ব্যক্তি’ অংশে চারটি প্রবন্ধে সৌমিত্র চট্টোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, সৈয়দ শামসুল হক ও তারেক মাসুদকে নিয়ে আলোচনা করা হয়েছে। ‘চলচ্চিত্র’ অংশে ছয়টি প্রবন্ধে বিভিন্ন চলচ্চিত্রের সাহিত্যিক ও তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে।