সালেক খোকনের নতুন বই ‘অপরাজেয় একাত্তর’

পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘অপরাজেয় একাত্তর’। বইটির প্রচ্ছদ এঁকেছেন তৌহিন হাসান। ১৫২ পৃষ্ঠার বইটির মূল্য ৩৫০ টাকা। 

প্রকাশনা সংস্থার পক্ষে বদরুল আলম চৌধুরী বুলবুল জানিয়েছেন, তারা মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও ইতিহাসকে কেন্দ্র করে ৫০টি বই প্রকাশের পরিকল্পনা করছেন। এরই ধারাবাহিকতায়  সালেক খোকনের লেখা 'অপরাজেয় একাত্তর' বইটি প্রকাশিত হলো। এই বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধের স্মরণীয় কয়েকটি যুদ্ধের নির্মোহ ইতিহাস উঠে এসেছে বীর মুক্তিযোদ্ধাদের বয়ানে।

সালেক খোকন তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কাজে যুক্ত রয়েছেন প্রায় এক যুগেরও বেশি সময় থেকে। তার ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ বইটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার লাভ করে। তার বইয়ের সংখ্যা ২২টি।