ফজল হাসানের অনুবাদ ও ভূমিকায় ‘সমকালীন ফিলিস্তিনি গল্প’

অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে ফজল হাসানের অনুবাদ ও ভূমিকায় ‘সমকালীন ফিলিস্তিনি গল্প’। এই গল্প সংকলনটির প্রত্যেক লেখক এবং লেখিকার জন্ম ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত, অর্থাৎ সবারই বয়স পঞ্চাশের নিচে এবং অন্যভাবে বলা যায় যে, তারা সবাই একই প্রজন্মের। উল্লেখ্য, এসব লেখক-লেখিকা ফিলিস্তিনের (ইজরায়েল অধিকৃত এলাকা ও বিভিন্ন শরণার্থী শিবিরসহ) অধিবাসী কিংবা বিশ্বের নানান দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থী বা অভিবাসী।

বইটি প্রকাশ করেছে অনুবাদ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ২৮০ টাকা। পাওয়া যাবে কাগজ প্রকাশনের ৩৭৯-৩৮০ নম্বর স্টলে।