রুশদির নতুন উপন্যাস

মর্মান্তিক হামলার পর দীর্ঘ বিরতি নিয়ে আজ পেঙ্গুইন রেন্ডম হাউজ থেকে সালমান রুশদির নতুন উপন্যাস ‘Victory City’ প্রকাশিত হলো। প্রেম, দুঃসাহসিকতা এবং পৌরাণিক কাহিনী নির্ভর উপন্যাসটিকে বলা হচ্ছে ‘গল্প বলার শক্তি’।

উপন্যাসে চতুর্দশ শতাব্দীতে দক্ষিণ ভারতের দুটি রাজ্যের মধ্যে গুরুত্বহীন যুদ্ধের পরিপ্রেক্ষিতে- নয় বছর বয়সী একটি মেয়ে (পাম্পা কাম্পানা) এক ঐশ্বরিক শক্তির মুখোমুখি হয়- যা পরবর্তীতে ইতিহাস পাল্টে দেয়। ঐশ্বরিক শক্তি অর্থাৎ একজন দেবী মেয়েটিকে বশ করে এবং ঐশ্বরিক শক্তিবলে সে এক মহান শহর সৃষ্টি করে যার নাম 'বিসনাগা'। বিসনাগাকে ‘Victory City’ বা 'বিজয়ের শহর' বলা হয় ।

পরবর্তী ২৫০ বছরে, পাম্পা কাম্পানার জীবন বিসনাগা'র সাথে গভীরভাবে জড়িয়ে পড়ে। পুরুষতান্ত্রিক এ সমাজটিতে নারীদের সমান দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সব গল্পেই যেমন প্রজাদের প্রভুর কাছ দূরে সরে যাওয়ার উপায় থাকে তেমনি বিসনাগা-তেও এর ব্যতিক্রম হয়নি। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে এখানের শাসকরা আসে যায়- যুদ্ধে জয়ী হয়, হেরে যায়, আনুগত্য বদলে যায়। এভাবে পরিণতির দিকে যায় উপন্যাসটি।