অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

আমিরুল আবেদিনের অনুবাদে ‘আফটারলাইভস’

‘আফটারলাইভস’ আবদুলরাজাক গুরনাহর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ‘প্যারাডাইস’ গুরনাহকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে। কিন্তু সাহিত্য সমালোচক থেকে বিদগ্ধ পাঠক সকলেই ‘আফটারলাইভস’ উপন্যাসটিকেই ঠাঁই দেন সর্বাগ্রে। অনেকের মতে, ‘আফটারলাইভস’ ‘প্যারাডাইস’-এরই ধারাবাহিক সমান্তরাল আখ্যান।

উপনিবেশ যে সূক্ষ্ম প্রক্রিয়ায় কাউকে ডায়াস্পোরায় পরিণত করে তারই অনুসন্ধানের সুযোগ পাবে পাঠক এই উপন্যাসে। গুরনাহ আফটারলাইভসে দেখাতে চেয়েছেন উপনিবেশী শাসনের সময়েও মানুষের জীবনে স্বাভাবিকতা থাকে— কারণ মানুষ জানে কম। স্বরূপটা যখন তাদের সামনে উন্মোচিত হয় তখন ‘হামজা’-এর মতোই বিষাদে ভুগতে হয় সর্বক্ষণ। রাতের আঁধারে আর্তনাদ ও ফুঁপিয়ে ওঠা কান্নায় ব্যতিব্যস্ত হতে হয়।

প্রকাশনা প্রতিষ্ঠান: বেঙ্গল বুকস।
স্টল নং: ৮৮
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা।