অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

কাজী সাইফুল ইসলামের ‘যে ভূমিতে স্বপ্নরা বাঁচে’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হলো কাজী সাইফুল ইসলামের নতুন বই ‘যে ভূমিতে স্বপ্নরা বাঁচে’।

লেখক কাজী সাইফুল ইসলাম বলেন, “আমি যখন লিখতে শুরু করি— তখন থেকেই স্বদেশী আন্দোলন, দেশভাগ, দাঙ্গা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের প্রতি গভীর টান বোধ করি।
‘যে ভূমিতে স্বপ্নরা বাঁচে’ বইটিতে ইতিহাসের চাপাচাপি নেই, নেই দিনক্ষণের বাড়াবাড়ি। আমি সরল ভাবে রণাঙ্গনের যোদ্ধাদের কথা বলতে চেয়েছি। কোনো রকম আস্তরণ, রঙচঙ ছাড়াই কতোটা কষ্ট করে মুক্তিযোদ্ধারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে তা বলেছি।
বেলুনিয়া বর্ডার পার হয়ে ভারতের নানা জায়গায় বন পরিষ্কার করে তাঁবু খাটিয়ে ট্রেনিং নিয়ে আবার দেশের ফিরে খলিলুর রহমান খান কীভাবে তাদের একশ পয়ষট্টি জনের দল নিয়ে একটি স্থায়ী ক্যাম্পে করেছিলো— সে কথা বলতে চেয়েছি।”

প্রকাশনা প্রতিষ্ঠান: ঐতিহ্য।
মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা।