অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

অরবিন্দ চক্রবর্তীর ‘কবিতাসংগ্রহ’

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ প্রকাশ হলো অরবিন্দ চক্রবর্তীর ‘কবিতাসংগ্রহ’। তার প্রকাশিত ১১টি কাব্যগ্রন্থ একত্রে ‘কবিতাসংগ্রহ’ নামে প্রকাশ করেছে নৈঋতা ক্যাফে। সংগ্রহটিতে অন্তর্ভুক্ত কবিতার বইগুলো হলো—‘ছায়া কর্মশালা’, ‘সারামুখে ব্যান্ডেজ’, ‘নাচুকের মশলা’, ‘রাত্রির রং বিবাহ’, ‘অতিচল্লিশ ইন্দ্রিয়দোষ’, ‘ছিটমহলচিহ্নিত’, ‘ভেতরিন লুকিয়ে হলে সঙ্গে’, ‘হরিণের গায়ে চারপাশ’, ‘অ্যাকোস্টিক শরীর সুতরাং গিটারপূর্ণ এবং ফুর্তি অর্গ্যানিক’, ‘ইচ্ছার আরওতর পিনিক’ ও ‘তথচ কারণবাহী মিজরাব’।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী শতাব্দী জাহিদ। বইমেলায় ‘নৈঋতা ক্যাফে’-এর ২৩৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। ৬০০ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য ৭০০ টাকা।