অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

দিপন দেবনাথের ‘কিছু প্রেম, আর কিছু অন্য’

বিচিত্র কবিতার জগতের বহুমাত্রিক অনুষঙ্গ প্রেম। প্রেম জীবনের আশ্রয় আবার কখনো প্রশ্রয়। প্রেমই দ্রোহ আবার কখনো তা স্লোগান। প্রেম নিয়ত অথচ সার্বিক নয়; প্রেমের বহুরূপই 'কিছু প্রেম, আর কিছু অন্য' কাব্যের সমন্বিত রূপ। অনুভবের পথ আর বাস্তবকে ছুঁয়ে চলতে চলতে চেনা পথের গাঢ় নির্জনতাকে আলিঙ্গন করেছে যে মন, মানুষ আর প্রকৃতি তার সমন্বয়ে গড়ে উঠেছে এই কাব্যগ্রন্থ।

‘কিছু প্রেম, আর কিছু অন্য’ কাব্যগ্রন্থের কবিতা অনুভব বৈচিত্র্য আর প্রকাশভঙ্গির সারল্যে হয়ে উঠেছে অনবদ্য। যে জীবন আমাদের আরাধ্য তার বাইরের অনুভব যদি প্রেম হয় তবে আরাধনার বিপরীতে যে প্রেম তাকেই মূলত ধরতে চেয়েছেন কবি এই কাব্যে। এ কাব্যগ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য স্বতঃস্ফূর্ততা ও স্বচ্ছতা। যা অধিকাংশ ক্ষেত্রেই পাঠককে স্পর্শ করবে। কবিতাগুচ্ছের আবেগীয় স্ফুরণ প্রচলিত কবিতার চেয়ে স্বতন্ত্র। কবিকে পাঠ করলেই বিস্তারিত হবে এক সম্মোহনের জগৎ।


প্রকাশনা প্রতিষ্ঠান: কাগজ প্রকাশন।
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর।
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা।