অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

আলম খোরশেদের অনূদিতগ্রন্থ ‘কথা-সরিৎসাগর’

সাহিত্যিকদের সাক্ষাৎকার কথোপকথন কিংবা আলাপচারিতা, যে নামেই ডাকি না কেন, বিশ্বজুড়েই একটি জনপ্রিয় সাহিত্যমাধ্যম কিংবা বর্গ হিসেবে তার পরিচয় ও প্রতিষ্ঠা। আরও অনেকের মতো অনুবাদক আলম খোরশেদের কাছেও সাহিত্যের এই বর্গটি বিশেষ গুরুত্ববাহী। তাই তিনি শিল্পী, সাহিত্যিক, চিন্তক, স্বাপ্নিক, কর্মবীর প্রমুখের প্রচুর সাক্ষাৎকার পাঠের পাশাপাশি কখনো-সখনো সেগুলোর অনুবাদেও উদ্যোগী হয়েছেন। সেরকমই ডজনখানেক বিশ্ববিশ্রুত ব্যক্তিত্বের বৈচিত্র্যময় সাক্ষাৎকারের একত্র সমাহার এই গ্রন্থটি, যেখানে অন্তর্ভুক্ত হয়েছে এমনকি তিন তিনজন নোবেলজয়ীর সাক্ষাৎকারও।

তবে শুধু সাহিত্যই নয়, শিল্পের অন্যান্য অঙ্গনের কয়েকজন দিকপালের অন্তর্ভুক্তিও এই সংকলনের মর্যাদা বৃদ্ধি করেছে অনেকখানি। এঁদের মধ্যে রয়েছেন প্রখ্যাত ভারতীয় নাট্যকার ও নির্দেশক গিরিশ কারনাড; ব্রাজিলীয় চলচ্চিত্রনির্মাতা ও তাত্ত্বিক, সিনেমা নোভো আন্দোলনের পথিকৃৎ গ্লাওবের হশা; সমকালীন দৃশ্যশিল্পের প্রবাদপ্রতিম জুটি ক্রিস্টো ও জাঁন-ক্লোদ; গ্রেগরি রাবাসার পর লাতিন আমেরিকান সাহিত্যের সবচেয়ে দরদী ও দায়বদ্ধ অনুবাদক, সম্প্রতি-প্রয়াত এডিথ গ্রসম্যান; এমনকি প্রথাভাঙা মার্কিন নারীবাদী চিন্তক ও সংগঠক গ্লোরিয়া স্টাইনেমের মতো স্বনামধন্য বুধমণ্ডলীর সদস্যেরা।

এঁদের বৈপ্লবিক চিন্তাভাবনা, সৃজনশীল ধ্যান-ধারণা, ব্যতিক্রমী জীবনবীক্ষা, সর্বোপরি তাঁদের কর্মমুখর মহাকাব্যিক জীবনের রোমাঞ্চকর গল্পগাথা বাংলাদেশের সমকালীন শিল্প, সাহিত্য ও বৌদ্ধিক জগতের মানুষদের প্রভৃত চিন্তার খোরাক জোগাবে, তাদেরকে নতুন সৃষ্টি ও নির্মাণের পথে উদ্বুদ্ধ করবে।


প্রকাশনা প্রতিষ্ঠান: কাগজ প্রকাশন।
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর।
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা।