অমর একুশে বইমেলা ২০২৫

শাহেদ কায়েসের ‘নৈরাজ্যবাদী হাওয়া’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি শাহেদ কায়েসের কাব্যগ্রন্থ ‘নৈরাজ্যবাদী হাওয়া’।

কবি অতনু তিয়াস বলেন, “নব্বইয়ের শীর্ষ কবিদের অন্যতম শাহেদ কায়েস। তিনি জীবনকে পাঠ করেন অপ্রচলিত ধারায়। বিরুদ্ধ স্রোত ঠেলে এগিয়ে যাওয়াই যেন তার স্বভাবসিদ্ধ। বস্তুত, শাহেদ কায়েসের ‘নৈরাজ্যবাদী হাওয়া’ জীবন সংগ্রাম, বিচ্ছিন্নতাবোধ, বিপর্যয় এবং ভেতর-বাহিরের বিচিত্র বাস্তবতার ভিন্ন ভিন্ন প্রকাশ। একই সঙ্গে জীবন ও জগতের আলো-আঁধারে মোড়ানো অপার রহস্যময়তা উন্মোচনেও প্রবৃত্ত।”

প্রচ্ছদ: রাজীব দত্ত।
প্রকাশনী: বৈভব প্রকাশনী।
মূল্য: ৩০০ টাকা।
স্টল নং: ৫৭৫-৫৭৬