আমি খুবই আনন্দিত : মোহাম্মদ রফিক

noname

মোহাম্মদ রফিক এ বছর জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি বাংলাদেশের মননশীল আধুনিক কবি।তার আত্মপ্রকাশ ১৯৬০-এর দশকে। কবিতার বই ২৭টি এবং গদ্যগ্রন্থ ৮টি।

২০১৭ সালে জেমকন সাহিত্য পুরস্কারের জন্য আমার “দু’টি গাথাকাব্য” গ্রন্থটি মনোনীত হয়েছে। এক কথায় বলতে গেলে আমি খুবই আনন্দিত। এই কাব্যগ্রন্থটিতে আমার জীবনদৃষ্টির প্রকাশ ঘটেছে। বলা যায়, আমি এক নাগাড়ে দেড় মাসের ভেতরে ‘এ কোন বেহুলা’ ও ‘সে ছিল বেদেনি’ এই পর্ব দুটি লিখতে সক্ষম হয়েছিলাম।

আজ চিন্তা করলে আমি বিস্মিত হই- বই দুটি আমাকে দিয়ে তাঁর স্ব স্ব অস্তিত্ব এবং মূর্তি ধারণ করেছে। এমনও ঘটেছে যে, আমি একদিনে দশ থেকে বারোটি কবিতা লিখে ফেলেছি এবং অবাক হয়েছি যে, একটি লেখা আরেকটি লেখা থেকে স্বতন্ত্র অস্তিত্বে বিরাজমান। এই কথাগুলি আমার আত্মপ্রেমের বহিঃপ্রকাশ নয়, নিতান্তই সাদামাটা খাঁটিকথা। যা আমাকে বলতেই হতো। গ্রন্থের পর্ব দুটি স্বতন্ত্র কিন্তু একই দেহে দুটি অবিচ্ছেদ্য অংশ।

সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।