৪৫ বছরের লেখালিখির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলাম

কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি আসাদ মান্নান। রবিবার পুরস্কার ঘোষণার পর তিনি বাংলা ট্রিবিউনকে তার অনুভূতি ব্যক্ত করেন। 

যেকোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া আনন্দের। মূলত এই স্বীকৃতি ও সম্মাননা আমাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করে।

প্রায় ৪৫ বছর যাবৎ লেখালিখি করছি। এই দীর্ঘসাধনার রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্তি আনন্দের। বাংলা একাডেমি আমাকে মনোনীত করে এ সম্মানে সম্মানিত করেছে, এজন্যে অসংখ্য ধন্যবাদ।

বাংলা একাডেমি আমাদের মনন ও সৃষ্টিশীলতাকে ধারণ করে। তারই ধারাবাহিকতায় সাহিত্যের বিভিন্ন শাখায় যারা অবদান রাখছেন, এ প্রতিষ্ঠান তাদের অবদান স্বীকার করছে। এটি ভালো লাগার বিষয়।

সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।