অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন আফরোজা পারভীন

নারীর জন্য অন্যতম সাহিত্য সম্মাননা ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩০’ পেয়েছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক, শিশুসাহিত্যিক, নাট্যকার ও কলাম লেখক আফরোজা পারভীন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শুক্রবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক হামীম কামরুল হক ও কথাসাহিত্যিক নাসরীন মুস্তাফা। সভাপতিত্ব করেছেন অনন্যা ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।

লেখক ও সম্পাদক আফরোজা পারভীন
আফরোজা পারভীন ১৯৫৭ সালের ৪ ফেব্রুয়ারি নড়াইল শহরে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও এলএলবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘জহির রায়হানের চলচ্চিত্রে মানুষের অধিকার সচেতনতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি সমীক্ষা’ শীর্ষক পিএইচ.ডি সম্পন্ন করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ১২৫টি। কর্মজীবনে তিনি যুগ্মসচিব ছিলেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি ‘রক্তবীজ’ নামে একটি ওয়েব পোর্টাল-এর প্রকাশক ও সম্পাদক।

সাহিত্যে অবদানস্বরূপ—আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার, রাজশাহী; নির্ণয় শিল্পীগোষ্ঠী সাহিত্য পুরস্কার, ফরিদপুর; জীবননগর সাহিত্য পুরস্কার, চুয়াডাঙ্গা; জাতীয় নজরুল সমাজ পদক, ঢাকা; সাহিত্যক্ষেত্রে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ; মুক্তিযুদ্ধ গবেষক সম্মাননা স্মারক, মুক্তিযুদ্ধ-গণহত্যা, নির্যাতন, গবেষণাকেন্দ্র, খুলনা ও এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, ঢাকাসহ ৩০টিরও অধিক পুরস্কার পেয়েছেন। সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় পেয়েছেন 'রাষ্ট্রীয় বেগম রোকেয়া পদক-২০২২'।