অবরুদ্ধ সময়ের কবিতা

করোনাভরা এ বসন্তে

9এ বসন্তে তোমাকে না হয় আর ছোঁবো না—

দুই হাত স্যানিটাইজ করে

তিন ফুট দূরেই বসে থাকব!

 

এ বসন্তে তোমার আপেল কাটার ছুরিতে

ডেটলের ফোঁটা মেখে নিও;

আর তোমার ব্লাউজে দুধশাদা ন্যাপথালিন

গুঁজে রেখো।

 

দ্যাখো এ বসন্তে তোমার মেঝে জুড়ে শুধু

ফিনফিনে ফিনাইল ঘ্রাণ!

 

এ বসন্তে তোমাকে আর চুমো খাব না—

ছাদের রেলিঙ ধরে  

দূর থেকে উড়ো চুমো ছুঁড়ে দেব!

 

এ বসন্তে না হয় শুধু কামহীন প্রেম হোক—

‘করোনাভরা এ বসন্তে’!

 

এ বসন্তে চলো একে অন্যের মনের পাতা

কেবল উল্টাই—

 

মন দিয়ে দু’জনার মন শুধু মগ্নপাঠ করি!