অবরুদ্ধ সময়ের কবিতা

থমকে যাওয়া সময়

noname

সূর্যাস্তেই এত গাঢ় রাত নামেনি কখনো

সূর্যোদয় ছিলো না এতটা নৈঃশব্দ্যে মোড়ানো

দুপুরের নির্জনতা ছুঁয়েছে ঘন অরণ্য

প্রতিটি বিকেল চার দেয়ালের রুদ্ধ হাওয়ায় পোড়ানো

         

জনহীন যত অলিগলি আর মহাসড়কের কালো পিচ

গান গায় যেন শত বছরের আতঙ্ক আর শঙ্কায়

বাঁচার বাতাস বিষে ভরা আজ শব শানানো কিরিচ

আকাশও তাকায় গোমড়া মুখে ভয়াল বিদ্যুৎ চমকায়

 

ভালোবাসা আজ কাছে আসা নয় দূরে থাকার সাধনা

প্রতি চুমুতে অমৃত নয়, জাগে মৃত্যুর মোহনা

ঘরে থাকা মন খোঁজে দূরবন পাখির মর্মযাতনা

থমকে যাওয়া সময় ও জীবন নদীর মতো বহোনা...