অবরুদ্ধ সময়ের কবিতা

মৃত্যুর মেটাফর



noname

এমন বোবা-বেলা

বধির বুঝতে থাকা

সকলের সেরা কবিতা

বিলয়ের বাকপ্রতিমা।

 

বাগানের বাহারি বুলবুল

বিষবাক্যে বুনে তুলেছে

তার মধুভাষা,

মূলত মানুষের পোষা যত

সাপের শোভা।

 

শীতল এই অবরুদ্ধ-আত্মা

আমারই আহূত

দাউ দাউ আগুনের আরাধনা।

 

গহিন গিটারে

প্রতিটি আমিই এনেছি ডেকে

আমার অসুর;

সমবেত মৃত্যুর মেটাফর।