অবরুদ্ধ সময়ের কবিতা

ক্রান্তিকাল



noname

আমার জন্য দাঁড়িয়ে আছে বকুল

হাত বাড়িয়ে মেঘ-শিরিষের ডাল

পথের দু'পাশে আত্মীয় ভাঁটফুল

বলছে, এসো পেরিয়ে ক্রান্তিকাল।

 

ভালো লাগছে না অবরুদ্ধ এ যাপন

তৈরি হচ্ছি রোজ সকালে উঠে—

বুকের ভেতর জমানো কথার কাঁপন

পৌঁছে দেবোই মেঘেদের করপুটে!

 

চারদেয়ালে চিত্রিত শত চিৎকার

প্রতিবাদী হয়ে কবিতার খাতাজুড়ে

আঁকে দিগন্ত; নদী—ঢেউয়ের সম্ভার

যেতে চায় দূর সুনীল আকাশে উড়ে!

 

বাতাস বৈরী; পদে পদে আততায়ী

কাফনের মতো বিভীষিকাময় দিন

চেনা পৃথিবী অচেনা লাগছে আজ

কাঁদছে মানুষ—গৃহে অন্তরীণ!