অবরুদ্ধ সময়ের কবিতা

আততায়ী

23

ভাবো ওসকান, ভাবো পম্পেই

সময় ঘণ্টাগুলো অবিরাম কী করে যায় দুলে..

 

স্পর্শও তবে সেই নিঃশব্দ আততায়ী

নিপুণ হাতে যে সাজিয়ে রাখে লাল-নীল রিবন

 

আবাসন এলোমেলো করা নিরস্ত্র বিলাপে

ক্যালেন্ডারের পাতায় জমছে অসম্বন্ধ নীরবতা

মিথের নিশান সবার হাতে গুঁজছে শুধু মিথ্যাবীজ

তুমি অনঘ নও আর লোহার সিন্দুকেও

অজ্ঞাতে কখন এভাবেই সবটুকু পুড়েছে পৃথিবী

 

তবু আর কত বিড়াল তোমার চাই, বলো সত্যবতী!