অবরুদ্ধ সময়ের কবিতা

সাম্যবাদী উৎপাদক

37

প্রতিটি জাগ্রত মানুষই একটি দাবিযুক্ত ঘুঙুর

 

বোল উঠালেই কেকাধ্বনি ≡ [বিষময়ূরীর কুচকাওয়াজ]

শব্দ দিয়েও মোছা যায় হল্লামুখর বিসুখদিন

 

এইসব মেঘসুগন্ধি সমীকরণ মেলাতে মেলাতে জানা হয়ে যায়—

(বুলেট+বারুদ+...+বন্দুক) = ম্যাগাজিন

আবার,

(শব্দ+ছন্দ+...+কবিতা) = ম্যাগাজিন

অর্থাৎ, বুলেট ≅ শব্দ

বারুদ ≅ ছন্দ

বন্দুক ≅ কবিতা

 

মৃত্যু নয় >>

বন্দুকের বিবমিষায় বাজুক নাচুকের মেরুন ঝঙ্কার ♪♪♪