অবরুদ্ধ সময়ের কবিতা

পৃথিবীতে মৃত্যুর মহোৎসব

noname

মৃত্যুপুরী নগরীতে পূর্ণিমা

আলো ঝলমল অন্ধকারে পূর্ণ চাঁদ


বিদ্রুপ হাসি হয়ে ঝরে জোছনা
হাসির কল্লোল বেয়ে নামে ঝর্ণা
আছড়ে পড়ে সমুদ্রের বড় বড় ঢেউ
ঢেউ ভেঙে নৃত্য করে শ্মশানকালী খড়গ হাতে
যূপকাষ্ঠে বাঁধা জীবন ঘিরে তার উল্লাস-নৃত্য
মরণব্যাধী মহামারি কোভিড উনিশ
নৃত্য করে তালে তালে তার সাথে
কালো মেঘের নিচে জোছনায় উল্লাস নৃত্য
ঝর্ণার শব্দ ঢেউয়ের শব্দ আর অট্টহাসি
সব আজ ডানা মেলেছে ঐক্যতানে
সেই তানে তানপুরাটা বাজে বেহাগ সুরে
করুণ বিষাদ মেলানকোলিক সুর
চাঁপা কান্নায় মৃত্যুর আহ্বানে
যেন আজ পৃথিবীতে মৃত্যুর মহোৎসব।