ঈদ আনন্দ ২০২৩

মা, মাগো

মা, মাগো

ওই যে দেখো মেঘের দেশে
আমার মা খুব মিষ্টি হেসে
উড়ে যাচ্ছে,
মা কি অনেক দূরে যাচ্ছে?

ওই যে দেখো রোদের কণা
মাকে নিয়ে আলোচনা
করছে উঠোন জুড়ে,
মা কি চলে যাচ্ছে অনেক দূরে?

ওই যে দেখো নদীর জলে
নৌকাতে মা যাচ্ছে চলে
কোথায় যাচ্ছে, জানো?
ও মাঝি ভাই, আমার মাকে
আমার কাছেই আনো।

ওই যে মায়ের পায়ের ধুলো
উড়ছে যেন—শিমুল তুলো
হাওয়ায় হাওয়ায় ভাসছে,
মা কি তবে আমার কাছেই আসছে?

ওই যে দেখো ভোরের পাখি
পাখির কাছে প্রশ্ন রাখি
তোমরা যখন জাগো,
এখনো কি ডাকো—‘ওমা, মাগো’।

আমি এখন আর ছোটো নই
পাখির ঠোঁটের খড়কুটো নই
আমার কাছে বলতে পারো,
তোমরা কি কেউ মাকে ছাড়া
চলতে পারো?