ঈদ আনন্দ ২০২৩

দশটা ফড়িং

দশটা ফড়িং

একটা ফড়িং নাচে
মায়ের কাছে কাছে
দুইটা ফড়িং ঘোরে
শিশিরভেজা ভোরে

তিনটা ফড়িং ওড়ে
পায়রাডাঙার মোড়ে
চারটা ফড়িং পাখায়
রং মাখে আর তাকায়

পাঁচটা ফড়িং বলে
ঘুরছি দলে দলে
ছয়টা ফড়িং আসে
খুকির চারিপাশে

সাতটা ফড়িং ছাদে
সুরেলা গান বাঁধে
আটটা ফড়িং মাঠে
না উড়ে পায় হাঁটে

নয়টা ফড়িং আহা
বলল বাহা বাহা
দশটা ফড়িং আলো
ফড়িংগুলো ভালো।