ঈদ আনন্দ ২০২৩

ভূতের বাবা

ভূতের বাবা

খিদের জ্বালায় মোটকু বাঘের ঘুরছিল খুব মাথা
একটু দূরেই একটা হরিণ খাচ্ছিল পুঁইপাতা।
হরিণ পেয়ে বাঘের কি আর সময় আছে ভাবার?
গোঁফ নাচিয়ে বলল হেসে, এই পেয়েছি খাবার!
লম্ফ মেরে ছুটল ধেয়ে সেই হরিণের দিকে
বাঘটা দেখে কাঁপল হরিণ, মুখটা হলো ফিকে।

ভাবল, আহা, স্বাদের জীবন এই তো এখন যাবে
নেই পালাবার একটু সুযোগ, দাঁতাল আমায় খাবে।
কিন্তু আমি মরার ভয়ে চুপটি কেন থাকি?
বলেই হরিণ সাহস নিয়ে মারল শরীর ঝাঁকি।
ঠোঁট বাঁকিয়ে দাঁত খিঁচিয়ে করল বিশাল হাঁ
বলল, আমি ভূতের বাবা, পারলে আমায় খা!

হরিণকে বাঘ ধরতে গিয়ে হঠাৎ গেল থেমে
ভেংচি কাটা মুখটা দেখে উঠল শরীর ঘেমে।
লাগুক খিদে, থাকব উপোস, করব না পাগলামি
ভূত খেয়ে কি পেটের পীড়ায় জান হারাব আমি?
এই বলে সেই বাঘ পালাল দৌড়ে অনেক দূরে
বুদ্ধি এঁটে বাঁচল হরিণ, মন হলো ফুরফুরে।