ঈদ আনন্দ ২০২৩

ভূতের খোঁজে

ভূতের খোঁজে

থাকলে সুখে কিলায় ভূতে
ভূতরা থাকে ঢাকার Zoo-তে
কিংবা থাকে ভূতের গলি
এই কথাটা যাকেই বলি,

আমার দিকে তাকায় বেঁকে
প্রশ্ন করে আপনি যে কে?
বলি তখন কামড়িয়ে নখ—

‘আমি তো এক ভূত গবেষক
সকাল থেকে সন্ধ্যা-রাতি
ভূতকে খুঁজি আতিপাতি
গভীর রাতে শ্যাওড়া তলায়
গিয়ে ডাকি মিষ্টি গলায়—
কোথায় ভূতের মা-বাবাজি?’

—‘রাখুন এসব চাপাবাজি!’
বলে সবাই দৌড়ে পালায়
আমি মরি ভূতের জ্বালায়।