ঈদ আনন্দ ২০২৩

খাওয়া

খাওয়া

এই বয়সে এত্তো খাওয়া
সইবে কি আর পেটে?
বলছ যখন চাখতে পারি
দেখতে পারি চেটে।

খুব খেয়েছি কোর্মা পোলাও
মুরগি মোসাল্লাম
উটের কাবাব তিমির ঘিলু
আলজেরিয়ার আম।

থাক্ থাক্ আর দিও না
পড়ব সমস্যাতে
ঝাল তো খেলাম, পারলে এবার
মিষ্টি ঢালো পাতে।

খাদ্যে এখন বড্ড ভেজাল
ভাল্লাগে না খাওয়া
(চাখতে বসে এক নিমিষে
উনিশ প্লেট হাওয়া)।