ঈদ আনন্দ ২০২৩

ছড়াদের মনের কথা

ছড়াদের মনের কথা

একটা ছড়া মোটা তাজা,
একটা ছড়া সরু,
একটা যদি ছাগল পোষে,
একটা পোষে গরু।

একটা ছড়া ডানে গেলে,
একটা যায় বামে,
একটা ছড়া হাঁটে যদি,
একটা পথে থামে।

একটা ছড়া আকাশ দেখে,
একটা দেখে ফুল,
একটা যদি সঠিক বলে,
একটা বলে ভুল।

একটা ছড়া গান গাইলে,
একটা পড়ে বই,
একটা ছড়া উঠলে গাছে,
একটা চড়ে মই।

একটা ছড়া পাথর কুড়ায়,
একটা ছোড়ে ঢিল,
এত তফাত থাকার পরে
কোথায় তাদের মিল?

একটা ছড়া তুমি হলে,
একটা ছড়া আমি,
ছড়া দু’টির মনের কথা
জানেন অন্তর্যামী।