এ পর্যন্ত যা জানা গেছে

দ্বিতীয় উদ্ধার অভিযান: থাইল্যান্ডের গুহায় আটকে পড়া অবশিষ্ট আট কিশোর ও তাদের কোচকে বের করে নিয়ে আসার অভিযান সোমবার শুরু হবে

নাটকীয় উদ্ধার: রবিবার রাতে চার কিশোরকে বের করে নিয়ে আসার পর উদ্ধারকর্মীরা ১০ ঘণ্টার জন্য অভিযান স্থগিত করেন। শতাধিক অক্সিজেন ট্যাংক পূর্ণ করার জন্য এই সময় নেওয়া হয়।

দীর্ঘ অভিযান: আঠারোজন বিশেষজ্ঞ ডুবুরি রবিবার সকালে গুহায় প্রবেশ করেন। নয় ঘণ্টা পর তারা কিশোরদের নিয়ে বের হন। বের হয়ে আসা কিশোরদের নাম এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তারা এখন হাসপাতালে রয়েছে।

ভিআইপিদের আগমন: সোমবার উদ্ধার অভিযান তদারকির জন্য উদ্ধারস্থলে উপস্থিত হবেন থাইল্যান্ডের প্রধানম্নত্রী প্রাইয়ুথ চ্যান-ও-চা।

নতুন আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে তা এখানে যুক্ত করা হবে।