তিন সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

 সিলেটের একটি কেন্দ্রে ভোট গণনা শুরু। (ছবি: তুহিনুল হক, সিলেট প্রতিনিধি)

দেশের তিন সিটি করপোরেশনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট নেওয়া হয়। ভোট বর্জন ও বাতিলের দাবি এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে তিন সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

বরিশালে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য মেয়র প্রার্থীরা ভোট বর্জন ও স্থগিতের দাবি জানান। সিলেটে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট বাতিলের দাবি জানান। রাজশাহীতে বিএনপির পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে দলটির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল কেন্দ্রে অবস্থান নেন।

তিন সিটিতে মেয়র পদে ১৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বরিশালে তিনজন সাধারণ কাউন্সিলর ও একজন নারী কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।