ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ

ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে অনিয়মের কারণে বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও রোকেয়া হলে দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। কুয়েত মৈত্রী হলের ভোট ৫টা ১০ মিনিট পর্যন্ত চলবে। আর রোকেয়ার হলের স্থগিত থাকা ভোট ৩টার সময় শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়ও যেসব ভোটকেন্দ্র এখনও ভোটার রয়েছে সেখানে ভোট নেওয়া হচ্ছে।

সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয় শেষ হয় বেলা ২টা পর্যন্ত। এবারের নির্বাচনে একেকজন ভোটার ৩৮টি ভোট দিয়েছেন। ডাকসুর কেন্দ্রীয় ২৫টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিতে হবে শিক্ষার্থীদের।

ডাকসু নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) ফর্মে ভোটগ্রহণ করা হয় বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তা অধ্যাপক আব্দুল বাছির। 

ঢাবির উপ উপচার্যে অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ চলবে। ভোটাররা যতক্ষণ লাইনে থাকবে ততক্ষণ ভোট নেওয়া হবে।’

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়েন ২২৯ জন।