দুই সিটির প্রথম ইভিএম ভোট শেষ, গণনা চলছে

ভোটারদের নগণ্য উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন শুরু হচ্ছে গণনার প্রস্তুতি। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এ কথা স্বীকার করেছেন ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বরত নির্বাচনি কর্মকর্তা ও সব প্রার্থীর এজেন্টরা। সরকার সমর্থকদের বিরুদ্ধে কয়েকটি কেন্দ্রে হামলা, মারধর, হাতাহাতির অভিযোগ করেছেন বিএনপির দু্ই মেয়র প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরা। তাদের দাবি বেশিরভাগ কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।