স্টেট ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

স্টেট ইউনি

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম রবিবার ১৫ মার্চ বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জে উদ্বোধন হয়েছে। প্রোগ্রামটি চলবে ১৫ থেকে ১৮ মে পর্যন্ত।

প্রশিক্ষণ কর্মশালায় এসইউবির উপাচার্য প্রফেসর ড. ইফতেখার গণি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইউবির বোর্ড অব ট্রাস্ট্রির সভাপতি ডা. এ এম শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দীন আহমেদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, এসইউবির বোর্ড অব ট্রাস্ট্রির সহ-সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, রেজিস্ট্রার প্রফেসর ওয়াই এ এম একরাম উদ-দৌলা, উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম ফায়েজসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এতে অংশগ্রহণ করেন।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, শিক্ষকের জীবন শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস। শিক্ষকের বড় গুণ হচ্ছে, শিক্ষার্থীদের তার চেয়ে বড় করে গড়ে তোলা। নিজের ব্যক্তিত্বে জ্ঞানের প্রকাশ ঘটানো।

তিনি বলেন, যিনি শিক্ষার্থীদের হৃদয়ে জ্ঞান প্রবেশ করাতে পারবেন তিনিই ভালো শিক্ষক। আর সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষাদান করলে সেটি আরও গ্রহণীয় হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দীন আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কথার দেশ। এখানে কাজের চেয়ে কথা বেশি হয়। মানুষ কাজ করার চেয়ে বেশি কথা বলাতে বিশ্বাসী।

/এফএএন/