স্ট্যামফোর্ডের ইইই ডে উপলক্ষে প্রজেক্ট প্রতিযোগিতা

স্ট্যামফোর্ড

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইলেট্টিক্যাল এন্ড ইলেকট্টনিক্স ডিপার্টমেন্টের উদ্যোগে প্রথমবারের মতো ইইই ডে উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বানানো বিভিন্ন প্রজেক্ট প্রতিযোগিতা।

২০০৪ সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের যাত্রা শুরু। দীর্ঘ প্রায় ১২ বছর পরে ইইই ডে উপলক্ষে প্রজেক্ট প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে ইইই ডিপার্টমেন্ট। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যস্ততার পাশাপাশি কাজ করছে আনন্দ ও উদ্দীপনা।

আগামী ২৫ মে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটরিয়ামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ফলে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রজেক্ট, যেমন কার, রোবট, ড্রোন, বিমান, হেলিকপ্টার, অটোমোশানসহ আরও নিত্য উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের সুযোগ সৃষ্টি হলো।

ইতিমধ্যে প্রজেক্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বুয়েট, চুয়েট, ডুয়েট, রুয়েটসহ অনেকেই রেজিস্টেশন সম্পন্ন করেছে।

শুধু প্রদর্শনী নয়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনটি উদ্ভাবনী বিজয়ী দলকে দেওয়া হবে পুরস্কার ও নগদ অর্থ। অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য রয়েছে টি-শার্ট, সার্টিফিকেট।

পুরো আয়োজনের মিডিয়া পার্টনার  বাংলা ট্রিবিউন  ক্যাম্পাসলাইভ২৪.কম, চ্যানেল আই, জনকণ্ঠ,  ও বিডি মর্নিং।

/এফএএন/