রামপাল প্রকল্প বাতিলের দাবিতে চবিতে মানববন্ধন

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।’ উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনটি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ফেডারেশনের সমন্বয়ে আয়োজন করা হয়। আজ ২৩ আগস্ট দুপুর ১২টায়  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। বক্তারা বলেন, সুন্দরবন আমাদের দেশের প্রধান একটি প্রাকৃতিক সম্পদ। রামপাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে সুন্দরবন ধ্বংস হলে নেমে আসবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। সমাবেশের পক্ষ থেকে অচিরেই এই প্রকল্প বাতিলের দাবি জানানো হয়।

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে চবিতে মানববন্ধন

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফজলে রাব্বি, ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত ও ছাত্র ইউনিয়ন এর শাহাজাহান রুমী।

 

/এনএ/