ট্যালেন্ট হান্ট কর্মসূচি পালন করবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্যালেন্ট হান্ট কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে বিষয় থাকবে মোট চারটি। সেগুলো হল গান, নাচ, নাটক এবং কবিতা আবৃত্তি। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসগুলোতে জোর প্রচারণা শুরু হয়েছে। অংশগ্রহণে ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রীকে সংগঠকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

উক্ত কর্মসূচির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সায়েদ আইনুল হক এবং আলী আকবর।

আয়োজনের অন্যতম সংগঠক অধ্যাপক সায়েদ আইনুল হক বলেন, একাডেমিক পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে এ রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা উচিত।

কর্মসূচির তারিখ চূড়ান্ত হবে খুব শিঘ্রই।

 

/এনএ/