মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে শাবির দুই ছাত্রী আহত

 

মুখোমুখি সংঘর্ষ

মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নাসরিন ফাতিমা নাদিয়া ও পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাসরিন বেগম।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা আবাসিক এলাকার বিজিবি-২  গেটের কাছে মাইক্রেবাস-সিএনজি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সমাজকর্ম বিভাগের ছাত্রী নাদিয়ার সহপাঠী ফাহিম ও জুনায়েদ বাংলা ট্রিবিউনকে জানান, সংঘর্ষের পর তাদেরকে প্রথমে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সংঘর্ষে নাদিয়া মারাত্মক আহত হয়েছেন এবং নাসরিন বেগম কাঁধে সামান্য আঘাত পেয়েছেন। পরে নাসরিন বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক্সরে করার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

শাবির ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুইজন ছাত্রী আহত হয়েছেন বলে আমরা শুনেছি। আমরা এখন হাসপাতালে আছি। তাদেরকে হাসপাতালে সুচিকিৎসার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।’

/এফএএন/